, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমি বিষয়ক বিবাদের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই পুত্র, সাত্তার ও এমদাদার মধ্যে জমি বিক্রির বিষয় নিয়ে দীর্ঘ দিন থেকে বিবাদ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাইয়ের মেয়ের জামাইয়ের কাছে জমি বিক্রি করে। টাকা চাইলে তার ভাই সাত্তার বলে, বিক্রির কাজ শেষ হওয়ার পরে টাকা দেওয়া হবে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সমাধানের জন্য সালিস বসলেও কোনো সমাধান হয়নি। এই বিষয়টি কেন্দ্র করে গ্রামের মানুষ দুই পক্ষের মধ্যে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজ বুধবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমি বিষয়ক বিবাদের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই পুত্র, সাত্তার ও এমদাদার মধ্যে জমি বিক্রির বিষয় নিয়ে দীর্ঘ দিন থেকে বিবাদ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাইয়ের মেয়ের জামাইয়ের কাছে জমি বিক্রি করে। টাকা চাইলে তার ভাই সাত্তার বলে, বিক্রির কাজ শেষ হওয়ার পরে টাকা দেওয়া হবে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সমাধানের জন্য সালিস বসলেও কোনো সমাধান হয়নি। এই বিষয়টি কেন্দ্র করে গ্রামের মানুষ দুই পক্ষের মধ্যে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজ বুধবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।


প্রিন্ট