, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ফতুল্লায় সংবাদ সংগ্রহে যাওয়া তিন সাংবাদিককে আটকে মারধর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহের সময় অনলাইন পোর্টালের তিন সাংবাদিককে আটক করে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় হামলা চালিয়ে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের তিনজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় বিএনপি নেতা শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে গিরিধারা বউবাজার এলাকায়। জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি মো. আকাশ বলেন, ফতুল্লার গিরিধারা বউবাজারে এক নারীর অভিযোগ ছিল যে তার জমি দখল করে রেখেছে বিএনপির নামে পরিচিত নেতা শাহাদাৎ ও তার ছেলে আতাই-রাব্বি। ঐ নারী ফতুল্লা থানায় একাধিকবার অভিযোগ জানান। এই বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদের উপর আকস্মিক হামলা চালানো হয়। ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ফতুল্লায় সংবাদ সংগ্রহে যাওয়া তিন সাংবাদিককে আটকে মারধর

আপডেট সময় ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহের সময় অনলাইন পোর্টালের তিন সাংবাদিককে আটক করে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় হামলা চালিয়ে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের তিনজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় বিএনপি নেতা শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে গিরিধারা বউবাজার এলাকায়। জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি মো. আকাশ বলেন, ফতুল্লার গিরিধারা বউবাজারে এক নারীর অভিযোগ ছিল যে তার জমি দখল করে রেখেছে বিএনপির নামে পরিচিত নেতা শাহাদাৎ ও তার ছেলে আতাই-রাব্বি। ঐ নারী ফতুল্লা থানায় একাধিকবার অভিযোগ জানান। এই বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদের উপর আকস্মিক হামলা চালানো হয়। ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


প্রিন্ট