টাঙ্গাইলে অবহেলিত কোচ সম্প্রদায়ের স্কুল ও কলেজের দশজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফা হক। এই সহায়তার ফলে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নতুন উদ্দীপনা আসতে শুরু করেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন তিনি। সাহায্যপ্রাপ্ত শিক্ষার্থীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সখীপুরের খলিলুর রহমান মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থী শিমুলী রানী কোচ, একই কলেজের সুবর্ণা রানী কোচ, নুপুর রানী কোচ, সঞ্চিতা রানী কোচ, অনিতা রানী কোচ, লতা রানী কোচ, সখীপুর সরকারি মুজিব কলেজের শিক্ষার্থী মুক্তি রানী কোচ, অন্তর কোচ, সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী শিপা রানী কোচ, চৈতি রানী ও সরকারী এম এম কলেজের শিক্ষার্থী প্রকাশ চন্দ্র কোচ। এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, টাঙ্গাইলের কোন গোষ্ঠীই যেন আর্থিক কারণে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সন্তানদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে।