, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালকে মনোনীত করার দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে ঈদগাঁ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্যান্য আসনের বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা জোর দাবি করছি, দ্রুতই টাঙ্গাইল সদর আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হোক। আমি টাঙ্গাইল সদরেরই সন্তান। স্থানীয় জনগণ প্রত্যাশা করেছিল, মনোনয়নে আমার নাম থাকবে। ষড়যন্ত্রের কারণে টাঙ্গাইল-৫ আসনটি স্থগিত রাখা হয়েছে। আমরা চাই, টাঙ্গাইল সদরের বাসিন্দাদের মধ্যে থেকে কাউকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

আপডেট সময় ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালকে মনোনীত করার দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে ঈদগাঁ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্যান্য আসনের বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা জোর দাবি করছি, দ্রুতই টাঙ্গাইল সদর আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হোক। আমি টাঙ্গাইল সদরেরই সন্তান। স্থানীয় জনগণ প্রত্যাশা করেছিল, মনোনয়নে আমার নাম থাকবে। ষড়যন্ত্রের কারণে টাঙ্গাইল-৫ আসনটি স্থগিত রাখা হয়েছে। আমরা চাই, টাঙ্গাইল সদরের বাসিন্দাদের মধ্যে থেকে কাউকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।


প্রিন্ট