জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়ন প্রসঙ্গে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। এতে দুজন আহত হন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় আক্কেলপুর উপজেলা শহরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন না পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা দুপুরে উপজেলা পরিষদ এলাকার সমাবেশ করে। এ সময় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা সেখানে হামলা চালান। এর ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। এতে মোস্তফা সমর্থকদের মধ্যে দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।