গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মেহেদী হাসান দৈনিক কালবেলা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি এবং টুঙ্গিপাড়া থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল নবধারার সম্পাদক ও প্রকাশক। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল বের করে। এ সময় নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর করে এবং রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা ইট-পাটকেল ছুঁড়ে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালায়। পরবর্তী দিন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এই ঘটনায় মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।