যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোডে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রাতে জেলা ছাত্রদল শহরে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। এই হামলার প্রতিবাদে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বেশ জোরালো সমালোচনা এবং সোহানের ওপর হামলার বিচারের দাবি জানানো হয়েছে যশোর ৩ আসনের বিএনপি প্রার্থীর পক্ষ থেকে, অনিন্দ্য ইসলাম অমিত। কোতোয়ালী থানার পুলিশ জানায়, রাতের বেলায় আশ্রম রোডের একটি ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহানুর রহমান। এই সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবক রাতিন (২১) চাকু দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এতে তার পেটের নিচের অংশে দুই পাশে রক্তাক্ত জখম হয়। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানায়, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।