খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
‘নো হাংকি পাংকি’- এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না: এ্যানি
- আপডেট সময় ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “একটি ইসলামী দলের নায়েবে আমির হিসেবে দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে ‘নো হাংকি পাংকি’ বলাটা কি স্বাভাবিক? এটি কি রাজনৈতিক ভাষা হিসেবে বিবেচিত হতে পারে? সাধারণ মানুষের কাছে এটি গ্রহণযোগ্যতা পায় না। যদি কোনও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ ধরনের কথা বলে থাকেন, তবে সাধারণ মানুষ তাদের উপহাস ও অবজ্ঞা ছাড়া অন্য কিছুই করবে না।” শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরস্থ গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “নো হাংকি পাংকি কোনও রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এই কথাটি যিনি বলেছেন, তিনি একজন দায়িত্বশীল দলের নেতা হলেও একজন ডাক্তারও। তার কাছ থেকে এ ধরনের ভাষা আশা করা যায় না।” তিনি মনে করিয়ে দেন, “এবারের নির্বাচনটি ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। এর জন্য আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে গণসংযোগে নেমেছি। এই গণসংযোগে আমরা এখনই মাঠে নামিনি। আমরা গত ১৭ বছর ধরে জুলাই আন্দোলনসহ এখন পর্যন্ত মাঠে থেকে জনগণের সঙ্গে কাজ করে চলেছি। এখনও করছি। আমরা লক্ষ্মীপুরসহ সারাদেশে দৃঢ় ঐক্যবদ্ধ আছি এবং এই ঐক্যের ভিত্তিতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে এখন দৃঢ় ঐক্য প্রয়োজন, যা বিগত আন্দোলন-সংগ্রামে ছিলো। সর্বশেষ জুলাইয়ে যার প্রমাণ পাওয়া গেছে। যদি এই ঐক্য অবিচ্ছিন্ন থাকে, তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে না। তবে পতিত ফ্যাসিস্টকে আর কোনও সুযোগ দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে।” সভায় জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এড. মো. হাছিবুর রহমান, বাফুফে সহ সভাপতিএড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, নিজাম উদ্দিন ভূইয়া ও অন্যরা।
এছাড়া আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম। সভায় শ্রমিক দলের জেলা কমিটি ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট















