‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত ও সুস্থ আছেন’
নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান
কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে বন বিভাগের হাতে হস্তান্তর
সরকারের অনুমোদিত সংস্থাই শুধু ফোনে আড়ি পাতবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল
আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ
ফুলবাড়ীতে মানব পাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৬
- আপডেট সময় ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে মানব পাচারকালে এক ভারতীয় নাগরিকসহ ছয়জনকে বিজিবি আটক করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়নের রসুলপুর বিওপির টহলদল এই অভিযান চালায়। বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারা যায় যে, সীমান্তের কাছাকাছি রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জহিরুল চৌধুরীর ছেলে মো. আফিতের বাড়িতে একটি ভারতীয় নাগরিক অবস্থান করছে। খবর পেয়ে টহলদল স্থানীয় সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে থেকে এক ভারতীয় নাগরিকসহ মোট ছয়জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রাম এলাকার সতীশ বর্মনের ছেলে নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর থানার শালবাড়ি গ্রামের জলি রানী (৩০) ও তার কন্যা তনুশ্রী রানী (১০), নওগাঁ জেলার পত্নীতলা থানার বড় চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) এবং তার স্ত্রী লিপি রানী দাস (৪৭)। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে জানানো হয়েছে এবং ভারতের বিএসএফ ব্যাটালিয়নের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট






















