বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে এক বিড়ালকে নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকেও আটক করেছে পুলিশ। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে গত বুধবার থানায় মামলা হয়। শুক্রবার (৭ নভেম্বর) অভিযুক্ত বুলবুলিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকার বাসিন্দা তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিড়াল হত্যার ভিডিওটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, এক মহিলার হাতে বিড়ালের গলা কাটা অবস্থায় রয়েছে। এই ঘটনার পর থেকে প্রাণিপ্রেমীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, আমরা প্রতিটি প্রাণের প্রতি নির্দয়তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করার মাধ্যমে আইন কার্যকর হচ্ছে, যা প্রাণি কল্যাণে এক ইতিবাচক দৃষ্টান্ত। অন্যদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বিষয়টি শুনে গভীর শোক প্রকাশ করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, দেশ হোক সকল প্রাণীর নিরাপদ বাসস্থল— এই মূলমন্ত্রে আমরা কাজ করে যাচ্ছি। প্রাণীর প্রতি এ ধরনের নিষ্ঠুরতা কঠোরভাবে দণ্ডিত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অমানবিক কাজের সাহস না পায়। প্রাণী কল্যাণ আইনের অনুযায়ী, কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বা হত্যার জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এই আইনের প্রয়োগ দেশে খুবই সীমিত।