নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় একটি পরিত্যক্ত মাছের আড়ত থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে অবস্থিত এই আড়ত থেকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সেটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে তারা আড়তের ভিতরে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তবে এখনো দেহের পরিচয় জানা যায়নি। আমরা নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছি। দেহে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ।