মানিকগঞ্জে পদ্মার শাখা নদী ইছামতিতে প্রায় এক মাস ধরে ভয়ংকর কুমিরের উপস্থিতি আতঙ্কের সৃষ্টি করেছিল। অবশেষে শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কিছু তরুণের তৈরি জালে কুমিরটি ধরা পড়ে। হরিরামপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, শনিবার (৮ নভেম্বর) সকাল দিকে, এই কুমিরটি সম্ভবত পদ্মার মূল প্রবাহ থেকে খাবারের সন্ধানে শাখা নদীতে প্রবেশ করেছিল। যদি এটি সুস্থ থাকে, তাহলে আমরা এটিকে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় মুক্তি দেব। প্রায় এক মাস ধরে এই কুমিরটি হরিরামপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছিল। এর ফলে নদীর পাড়ে থাকা মানুষরা গোসল, মাছ ধরা ও নৌকা চালানো থেকে বিরত থাকছিলেন আতঙ্কে। কুমিরের ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।