আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজশাহীতে অবস্থিত মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি (টিটিসি) দেশের অন্যতম শীর্ষস্থানীয়। প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা দেশের পাশাপাশি বিদেশেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ দেশের শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে কাজ করা কর্মীরা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় সাংবাদিকেরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচনের বিষয় নিয়ে আমি রাজশাহীতে আসিনি। এর আগে, সকাল সাড়ে দশটার দিকে তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীসহ উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।