বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থানে রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতি আরও উন্নতির পথে এগোবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত আঞ্চলিক সেমিনারে তিনি এসব কথা বলেন। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রুপের কোম্পানির ক্লেমের স্টেবিলাইজেশনের জন্য কাজ চলছে। সফল হলে দ্রুতই ইতিবাচক ফলাফল দেখা যাবে। এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যরা। জে আই/