খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জাল টাকা প্রবেশ প্রতিরোধে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
- আপডেট সময় ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
ভারত থেকে অবৈধ টাকা বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা রোধে দিনাজপুরের হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কঠোর সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত অঞ্চলে নিয়মিত টহলদারি ও পাশাপাশি বিশেষ নজরদারি, অতিরিক্ত সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে হিলি কাস্টমসের পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগেজ তল্লাশি আরও কঠোর করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী পিবিজি এম এস। তিনি জানান, সীমান্তে অবৈধ টাকা প্রবেশের একটি তথ্য তাদের নজরে এসেছে। এর পর থেকেই সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ টাকা প্রতিরোধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সব পোষ্টকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেকোনোভাবে অবৈধ টাকা প্রবেশের চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে হিলি কাস্টমসের ব্যাগেজ শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করছেন। তবে দেশের বিভিন্ন স্থানে অবৈধ টাকা প্রবেশের খবর পাওয়ায় ব্যাগেজ তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে অবৈধ টাকার কোন ঘটনা ঘটেনি। তবে সতর্কতার অংশ হিসেবে তল্লাশি বাড়ানো হয়েছে। সহকারী রাজস্ব কর্মকর্তা আরও বলেন, অবৈধ টাকা শনাক্তকরণ মেশিন দ্রুত স্থাপন জরুরি। এ বিষয়ে তারা উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন। সীমান্তে বিজিবি ও কাস্টমসের যৌথ সতর্কতামূলক কার্যক্রমের মাধ্যমে অবৈধ টাকা প্রবেশ রোধের লক্ষ্য নিয়ে এ তৎপরতা চালানো হচ্ছে।
প্রিন্ট















