বগুড়ায় বিভিন্ন স্তরের যুব সমাজের উদ্যোগে সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের ধানের শীষের প্রচারাভিযানে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে টিটু মিলনায়তনে এসে শেষ হয়। বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণবের উদ্যোগে এই গণসংযোগে তরুণ প্রজন্মের বিভিন্ন ভোটার উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে অংশ নেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হোসেন তানভীর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সহ-সভাপতি পূজ্য নন্দী, ১০নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রাতিন আনোয়ারসহ অন্যান্য ইউনিটের নেতারা। র্যালিতে অংশ নেওয়া তরুণ ভোটার ও যুবকরা জানান, এখানকার উন্নয়নের পেছনে মূলত তারেক রহমানের হাত রয়েছে। তিনি আমাদের এলাকার বড় ভাই। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দিয়ে তারা তারেক রহমানকে বগুড়া সদর থেকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব বলেন, বগুড়ার মাটি বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। এই মাটির সন্তান তারেক রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে বগুড়া সদরে শোনা যাচ্ছে ব্যাপক সমর্থন। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোট সুষ্ঠুভাবে দিতে পারেনি। সেই আক্ষেপ কাটাতে এবার তরুণ থেকে বৃদ্ধ সবাই উৎসবমুখরভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেখানে যেখানে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হবে বলে আশা প্রকাশ করে বগুড়ার তরুণ সমাজ একযোগে প্রচারণায় নেমেছেন। এ সময় সামস ইসলাম সাগর বলেন, দেশের প্রধান জনগোষ্ঠী আমাদের তরুণরা। তরুণদের হাত ধরেই সমৃদ্ধ হবে ভবিষ্যতের বাংলাদেশ। তিনি গণসংযোগে অংশ নেওয়া সকল তরুণ ভোটারদের বগুড়া সদরের প্রার্থী তারেক রহমানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তারুণ্যের শক্তির মাধ্যমে সব বাধা অতিক্রম করে সম্ভাবনাময় আগামী গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।