, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কান প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে আঁকা ও কবিতা পাঠের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সৃজনশীল অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরবর্তীতে প্রতিযোগিতা শেষ করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের পরিচালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিনে সেনা ও সাধারণ জনগণ একযোগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একত্রিত।“ তিনি আরও বলেন, বগুড়ার সন্তান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিশুদের অনেক ভালোবাসতেন। তাই এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল যে সৃজনশীল কর্মকাণ্ড করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সুন্দরভাবে আয়োজন করে ভবিষ্যতের নেতাদের সঠিক ইতিহাস জানাতে ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এই উদ্যোগের জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান ও সাধারণ সম্পাদক পলাশকে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ অন্যান্য ইউনিটের নেতারা। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা কেউ জিয়াউর রহমানের ছবি এঁকেছেন, কেউ বা তুলে ধরেছেন তার নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিকগুলো। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব বিকাশে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কান প্রতিযোগিতা

আপডেট সময় ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে আঁকা ও কবিতা পাঠের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সৃজনশীল অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরবর্তীতে প্রতিযোগিতা শেষ করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের পরিচালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিনে সেনা ও সাধারণ জনগণ একযোগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একত্রিত।“ তিনি আরও বলেন, বগুড়ার সন্তান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিশুদের অনেক ভালোবাসতেন। তাই এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল যে সৃজনশীল কর্মকাণ্ড করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সুন্দরভাবে আয়োজন করে ভবিষ্যতের নেতাদের সঠিক ইতিহাস জানাতে ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এই উদ্যোগের জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান ও সাধারণ সম্পাদক পলাশকে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ অন্যান্য ইউনিটের নেতারা। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা কেউ জিয়াউর রহমানের ছবি এঁকেছেন, কেউ বা তুলে ধরেছেন তার নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিকগুলো। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব বিকাশে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু থাকবে।


প্রিন্ট