বরিশালে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য, দেশের তৈরি অস্ত্র ও নগদ অর্থসহ এক নারীর সন্ধান পেয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিএমপি পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। সূত্র জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে বারোটা নাগাদ এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান দল মোবাইল-৩ ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে গোপন সংবাদে ভিত্তি করে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮) এর একতলা টিনসেট বাড়ি থেকে নয়টি দেশীয় ধারালো অস্ত্র, একশো দুইটি ইয়াবা ট্যাবলেট, পঁইশ গ্রাম গাঁজা, দুইশ পঞ্চাশ মিলিলিটার মদ এবং মাদক বিক্রয় থেকে অর্জিত নগদ বিশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিল্পি বেগমকে গ্রেপ্তার করে। তবে তার স্বামী মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। আইন সবাইকে সমানভাবে দেখবে।