, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সাঘাটায় দুই পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও এর আশপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। জানা গেছে, সতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে এলাকায় দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারার আওতায় এই সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে চলা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিলের অনুমতি দেওয়া হবে না। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাঘাটা থানার অফিসার ইনচার্জসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের কাছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সাঘাটায় দুই পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও এর আশপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। জানা গেছে, সতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে এলাকায় দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারার আওতায় এই সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে চলা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিলের অনুমতি দেওয়া হবে না। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাঘাটা থানার অফিসার ইনচার্জসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের কাছে।


প্রিন্ট