যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী সাজে চেইন চুরির সময় দুই নারী চোরকে হাসপাতালে পুলিশ দ্রুত হাতেনাতে ধরেছে। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে এই ঘটনা ঘটে। ধরা পড়া দুই নারী হলেন, ঝর্ণা (২৮), যার স্বামী মহিদুল, এবং জুলেখা (২৩), যার স্বামী মন্টু। তারা মূলত পাবনা জেলার বাসিন্দা হলেও বর্তমানে যশোর সদর উপজেলার রূপদিয়া হাই তেলপাম্প এলাকায় থাকছেন। হাসপাতালের পুলিশ সূত্র জানায়, যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের দলেননগর গ্রামের আছিয়া (২৮), চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন এবং সিসিইউ ইউনিটের ৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার পেছনে থাকা ঝর্ণা হঠাৎ তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে আছিয়া দ্রুত বুঝতে পেরে ঝর্ণাকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য সোহেল রানা ঝর্ণাকে ধরে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে ঝর্ণা তার সহযোগী জুলেখার নাম প্রকাশ করলে সোহেল রানা তাকে ও আটক করেন। এরপর দুই নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি আরও কঠোর করা হয়েছে।