বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ড. আব্দুল মঈন খান উল্লেখ করেন, আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ বিএনপিকে ভোট দেয়, তবে দলটি একটি গণতান্ত্রিক, মানবাধিকার ও ভোটাধিকার ভিত্তিক ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলবে। রোববার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশাল ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রাক্কালে আয়োজিত বিশাল র্যালির উদ্বোধনে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার অটল নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করব।’ তিনি আরও যোগ করেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ দুটি লক্ষ্য নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন—গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের জীবনযাত্রার অধিকার নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ বাকশাল কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। তখন দেশের মানুষ বিদ্রোহ করে এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে।’ মঈন খান বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ৭ নভেম্বর সেই ঐতিহাসিক ঘটনাটির স্মৃতিচারণে আমরা এই র্যালির আয়োজন করেছি। আমরা বিশ্ববাসীর কাছে দেখাতে চাই—বাংলাদেশের মানুষ অন্যায়, দমননীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল।