যশোর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কেশবপুর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে। এসময় এক গোষ্ঠীর মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। রোববার (৯ নভেম্বর) যশোর ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বে এই অভিযানে মো. সবুজ শেখ (২৯) ও সালাউদ্দিন গাজী (৩৮) নামে দুজনকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এসআই আবু হাসান বলেন, ৫ নভেম্বর যশোরের কেশবপুর থানার সাহাপাড়া এলাকার ব্র্যাক ব্যাংকের একটি প্রজেক্ট অফিস থেকে Yamaha FZ-V2 মোটরসাইকেল চুরি হয়। তদন্তের জন্য পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা অঞ্চলে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।