বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে অচেতন শ্রমিক, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
- আপডেট সময় ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জে নারিকেল গাছে উঠতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন আব্দুল মান্নান (৫৮) নামে এক শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতিতে তাকে জীবিত উদ্ধার করা হয়। রোববার (৯ নভেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার টিএন্ডটি সড়কে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ খানের বাসভবনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বাসার আঙিনায় থাকা নারিকেল গাছটি বাছাই করার জন্য আব্দুল মান্নান গাছে ওঠেন। গাছের উপরে পৌঁছাতেই গাছের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুতের শক অনুভব করেন। মুহূর্তের মধ্যেই তিনি অচেতন হয়ে গাছের উপরে ঝুলতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তাকে নিচে নামান। ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা দুপুর পৌনে বারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। তখন মান্নান অচেতন ছিলেন। দ্রুত তাকে নামিয়ে দুপুর সাড়ে বারোটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ মান্নানকে আমরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি শঙ্কামুক্ত। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরোনো বৈদ্যুতিক তারটি গাছের ডালে দীর্ঘদিন ধরে ঝুলছিল। বিদ্যুৎ বিভাগের তদারকির অভাবের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জ বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ তারগুলো সরিয়ে ফেলার কাজ চলছে।
প্রিন্ট

















