মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিংয়ে রাখা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন দেখে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। ওই সময় বাসে কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে উথলী মোড় থেকে গিলন্ড পর্যন্ত এই বাসটি স্কুলের শিক্ষার্থীদের পরিবহণের জন্য ব্যবহৃত হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত প্রক্রিয়া চলমান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।