কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়াহাব শুক্রবার বিকেলে বাজিতপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন। তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ঘোষণা করা রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য আহ্বান জানান। আবদুল ওয়াহাব বলেন, “আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছি। তবে দীর্ঘ সময় ধরে সংসদ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। দেশের উন্নয়ন ও জনগণের প্রতিনিধিত্বের জন্য যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের সংসদে পাঠানো উচিত।” তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমে আবারো বিএনপিকে দেশের শাসনের দায়িত্ব দিন। আমরা একটি কার্যকরী সংসদ ও জনগণের সরকার প্রতিষ্ঠায় আগ্রহী।” এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।