কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম–চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী দুটি সিএনজি এবং একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে চাপা পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় ঘটনাস্থলেই দুই পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে গুরুতর অবস্থায় আব্দুর রহিম, আনোয়ারা বেগম ও আবু তৈয়বসহ আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি হিলাল উদ্দিন আহাম্মদ আরও বলেন, “ঘটনাস্থল থেকে ট্রাক, সিএনজি ও অটোজব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। ট্রাকের নিচে সিএনজি চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”