ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল দশটার দিকে গৌরীপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কে পড়ে যায়। দ্রুত ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া গন্তব্যে চলাচলকারী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এরপর ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। ওসি আরো বলেন, ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।