শরীয়তপুরে রিভলভারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে শরীয়তপুর পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরের দিন মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ। গ্রেফতাররা হলো ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার উজ্জল খান (৩৫) এবং দশমনতারা এলাকার মৃত আব্দুল হাই হাওলাদারের পুত্র সুমন হাওলাদার (৪১)। পুলিশ জানায়, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সোমবার রাত ১টা ২০ মিনিটে পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টের সময়, এক মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। এ সময় উজ্জল খানের প্যান্টের কোমর থেকে একটি ৩২ বোরের ৬ চেম্বারবিশিষ্ট রিভলভার উদ্ধার করা হয়। এরপর রিভলভারসহ উজ্জল এবং সুমনকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় থানার এসআই কাজী একে আজাদ, এসআই মৃত্যুঞ্জয় কুমার কির্ত্তনীয়া, আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন এবং ডিবির এসআই জাহিদুল ইসলাম অভিযানে অংশ নেন। তিনি আরও বলেন, গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে মঙ্গলবার সকালে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালত পাঠানো হয়েছে।