ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারি ও মুদি দোকানসহ মোট ১০টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়। খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার নাজমুল হুদা বলেন, প্রথমিক ধারণা অনুযায়ী আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।