গোপালগঞ্জে মালতী দত্ত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১২ নভেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলীয়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা আইটেম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মালতী দত্ত কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলীয়া এলাকার মাখম বিশ্বাসের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকবিরোধী অভিযানে মালতী দত্ত নামে এই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম কোটালীপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।