সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলােঅ খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)। তারা একই বাড়ির বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনার কারণে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। এক সময় অজান্তে তারা সাইকেলসহ বাড়ির পাশের পুকুরের পাড়ে যায়। কিছুক্ষণ পরে স্থানীয় ইব্রাহীম আলী নামে এক ব্যক্তি পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”