শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের তস্তারকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টায় পদ্মা সেতুর দক্ষিণ থানার পাশে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরের দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে লকডাউন কার্যক্রমের অংশ হিসেবে পদ্মা সেতু চলাচল বন্ধের চেষ্টা করে। এ সময় তারা পুলিশের গাড়িতে হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে এবং একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে। ঘটনার এক ঘণ্টার মত ঢাকা–শরীয়তপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।