মানিকগঞ্জ পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র এবং সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ খবর নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন। গ্রেপ্তারকৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানোর সময় বুধবার রাতে সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিমদাশড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি মো. কামাল হোসেন বলেন, ‘মানিকগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত প্রক্রিয়া চলমান।’