ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার মিয়া (দিলু, ৪২) নামে এক অটোচালক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলায় পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা চালিয়ে আউলিয়া বাজারে যান। সেখানে অটোরিকশা ঘোরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগলে ক্ষিপ্ত হয়ে বিল্লাল মিয়া কাঠ দিয়ে দেলোয়াকে কড়া আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে বিল্লাল মিয়া পলাতক রয়েছেন। তিনি পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘাতক বিল্লালকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।