খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ৯ দিন ব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে নির্বাচনের পাঁচ দিন আগে, একদিন নির্বাচনকালে এবং তিন দিন পরে কঠোর আইনশৃঙ্খলা রক্ষা করা হবে। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরিবর্তিত হতে পারে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে মাঠে মোতায়েন আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা টহলে থাকবেন। বিজিবির সদস্যরা থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনীর সংখ্যা পাঁচ হাজার, কোস্টগার্ডের চার হাজার, র্যাবের প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন প্রায় সাড়ে পাঁচ লাখ। নির্বাচন পরিচালনায় এবার বড় ভূমিকা রাখবে আনসার। তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে। নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হবে শান্তিপূর্ণভাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকার পরিবর্তনের বিষয়কে কেন্দ্র করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে সরকার পতন ঘটেছে, তা তিনজনের কারণেই হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সরকারের পতন ঘটেছে। আপনাদের দেখেছেন, তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরাও পালিয়েছে। এটা একজন বা দুজনের কারণে হয়নি, এটি জনগণের ইচ্ছার ফল। মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন এবং পরে কুয়াকাটার উদ্দেশে রওনা দেন।
প্রিন্ট















