খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পিরোজপুরে ছাত্রদল নেতা বহিষ্কার
- আপডেট সময় ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে একটি অফিস কক্ষে ভাঙচুর চালানোর অভিযোগে জেলা ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদে আসীন) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুসারে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালেই সরকারি সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে ওই যুবক একটি অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ করে। সেই দিন বিকেল থেকেই ভাঙচুরের ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরা ওই যুবক কলেজের একটি অফিস কক্ষে ভারি লাঠি দিয়ে আসবাবপত্র ভাঙচুর করছে। এ সময় অন্য একজন মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করছিল। ভাঙচুর শেষে যুবকটি কক্ষ থেকে বেরিয়ে যায়। পরে নিশ্চিত হয় যে, ওই যুবক পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব। এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন কলেজের অধ্যক্ষ পান্না লালা রায়। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, সন্ত্রাসী কার্যক্রম ছাত্রদল কখনোই সমর্থন করে না। ছাত্রদল শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। অভিযুক্ত বর্তমানে ছাত্রদলের কোনো পদে নেই। তার ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই যথাযথ। এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন বলেন, ছাত্রদল কোনো ব্যক্তির দায়িত্ব নেবে না। ছাত্রদল কখনো অন্যায়ের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। অভিযুক্ত সজীব ছাত্রদলের প্রাক্তন নেতা। তার ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত যথাযথ। পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, কলেজের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল হবে।
প্রিন্ট















