বরিশালে হাফ ভাড়ার দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে অর্ধশতজন আহত হয়েছে। পাশাপাশি বেশ কিছু বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য শিক্ষার্থী ও শ্রমিকরা একে অপরকে দোষারোপ করেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। জানা গেছে, বিএম কলেজের একজন ছাত্র বরিশালের হিজলা উপজেলার জোহান হাওলাদার নামের একজনের বাসে করে নথুল্লাবাদ বাস টার্মিনালে যাচ্ছিল। এ সময় বাসের সুপারভাইজার ভাড়া চাইলে ওই ছাত্র হাফ ভাড়া দিতে রাজি হয়। এরপর দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। টার্মিনালে বাস পৌঁছালে অন্য শিক্ষার্থীরা যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তখন টার্মিনালে থাকা বাসগুলোতে ভাঙচুর চালানো হয়। এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানায়, হাফ ভাড়ার দাবিকে কেন্দ্র করে বিএম কলেজের ওই ছাত্রের সঙ্গে প্রথমে অশোভন আচরণ করা হয় এবং পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে তারা বাস টার্মিনালে গেলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। বেশিরভাগ শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানা গেছে। এই সংঘর্ষের সূত্রপাত সন্ধ্যা সাতটায়। এরপর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম। রাত পৌনে ৯টায় সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে।