দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার একটি কাভার্ড ভ্যান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা এই ভ্যানটিতে অগ্নিসংযোগ করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গত রাত আটটার দিকে চালক ভ্যানটি রাস্তার পাশে রেখে বাড়ি চলে যান। এর পরে রাত বারোটার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে সেটি পুরোপুরি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা করলেও কোনো ফল হয়নি। তিনি আরও বলেন, এই হামলার পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।