গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতের অন্ধকারে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবৈধ কার্যক্রম চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারের আশপাশে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুপাশে যানবাহন বন্ধ হয়ে যায় এবং গোপালগঞ্জগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে গোপালপুর বাজারের পাশের ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি অবৈধভাবে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। এই সময় ঢাকাগামী হামিম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা ও রাত্রিল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।