ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে নিষিদ্ধ কার্যক্রমের আওতাধীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) ভোর থেকেই এই মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমান্তবর্তী গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশে বিভিন্ন স্থানে তারা এ প্রতিবাদসূচক কর্মসূচি পালন করে। অবরোধকারীরা গাছ কেটে সড়কের উপর ফেলেছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা তাদের আন্দোলনের জানান দেয়। এর ফলে ওই মহাসড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা ও স্থানীয়রা ভোগান্তির শিকার হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় গাছ অপসারণের জন্য কালকিনি ফায়ার সার্ভিস, কালকিনি ও ডাসার থানার পুলিশ। পাশাপাশি এলাকার বিএনপি নেতাকর্মীরাও উদ্ধারকাজে অংশ নেয়। সকলের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার মধ্যে সড়ক আবার চলাচলের জন্য খুলে যায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ কার্যক্রমের আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরের দিকে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক। আমরা তদন্ত চালাচ্ছি, দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।