লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও ব্যাংকের নিরাপত্তারক্ষীর দ্রুত আচরণের ফলে বড় ধরনের ক্ষতি হয়নি ব্যাংকের। ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. হানিফ জানান, ভোরের কাছাকাছি সময়ের দিকে কেউ বা কারা ব্যাংকের সামনের ময়লা-আবর্জনা জ্বালিয়ে দেয়। ধোঁয়া দেখে প্রতিক্রিয়া জানালে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে। ব্যাংকের ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, আগুনের ধোঁয়া দেখেই নিরাপত্তারক্ষী সতর্ক হন। পরে আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলি। এই ঘটনায় ব্যাংকের কোনো ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেন। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।