, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জেলা পরিষদ এলাকার একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামে ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এরপর তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে বাসের কিছু আসন পুড়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানায়, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, তখন চালক ও হেলপার ঘুমাচ্ছিল। বাসের চালকের আসনের সামনে আগুন দেখামাত্র ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবুও, আগুনে কিছু আসন পুড়ে গেছে। অন্যদিকে, বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জেলা পুলিশের মুখপাত্র তারেক আল মেহেদী জানিয়েছেন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট সময় ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জেলা পরিষদ এলাকার একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামে ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এরপর তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে বাসের কিছু আসন পুড়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানায়, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, তখন চালক ও হেলপার ঘুমাচ্ছিল। বাসের চালকের আসনের সামনে আগুন দেখামাত্র ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবুও, আগুনে কিছু আসন পুড়ে গেছে। অন্যদিকে, বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জেলা পুলিশের মুখপাত্র তারেক আল মেহেদী জানিয়েছেন।


প্রিন্ট