দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়া স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে আবারও সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এর আগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রধানের পদে থাকাকালে তাকে স্থগিত করা হয়েছিল। আজ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে তার ছোট ভাই মাহামুদ আলম লিটন অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুরশিদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২১ সালের ৭ অক্টোবর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়। এরপর তিন দিনের মধ্যে তার সভাপতি পদ স্থগিত করে তাকে সাধারণ সদস্যপদে নামিয়ে আনা হয়। বছর খানেক পরে, ২০২২ সালের নভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলনে তিনি জেলা বিএনপির উপদেষ্টার দায়িত্ব পান। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় পর আবার তাকে সভাপতি হিসেবে পুনর্বহাল করা হলো। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম। এই বিষয়ে কথা বললে, অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, আমি চিঠি পেয়েছি। সব সময় বিএনপির জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেব।