মাগুরার মহাম্মদপুর উপজেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের দ্রুততম প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে ব্যাংকটি রক্ষা পায়। মহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার বিল্লাল হোসেন মৃধা জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে মহাম্মদপুর সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে। মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের বিষয়। তাছাড়া ব্যাংকের ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানা হবে।