জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ছিলারচর ও ধুরাইলসহ কয়েকটি এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সদর উপজেলার ছিলারচর এলাকার বড় একটি সেতুর ওপর ১৫ থেকে ১৭ জন ব্যক্তি হাতে মশাল নিয়ে প্রতিবাদী মিছিল বের করেন। সেই সময় তাদের হাতে একটি ব্যানারও দেখা যায়। মশাল মিছিলের ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সেতুর ওপর দিয়ে সরকারবিরোধী ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়ে তারা স্লোগান দিতে দিতে সেতু পার হচ্ছিল। সেই সময় বিক্ষোভকারীদের মুখে মাস্ক, মাথায় শীতের টুপি ও চাদর পরা ছিল। কিছুক্ষণ পরে রাত ১টার দিকে সদর উপজেলার ধুরাইল ও মস্তফাপুরসহ আরও কয়েকটি গ্রামীণ সড়কে আলাদা করে চারটি মশাল মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সবাই মুখে মাস্ক, হেলমেট, শীতের টুপি ও চাদর পড়ে ছিলেন। এই চারটি মশাল মিছিলেও ১০ থেকে ১২ জন ব্যক্তি হাতে মশাল নিয়ে স্লোগান দিয়ে হাঁটছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঝটিকা মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু কর্মী মশাল মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে, এটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এসব ঘটনা আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। ইতোমধ্যে আমরা বিষয়গুলো যাচাই-বাছাই শুরু করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।