, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

কুড়িগ্রামে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাতের দিকে উপজেলার অনন্তপুর সীমান্তে অভিযান চালায় বিজিবির টহল দল। বিজিবি জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গাঁজার চালান আনার চেষ্টা করছে। রাত ৯টা ১৫ মিনিটের সময় পশ্চিম রামখানা এলাকায় অবস্থান নেয় বিজিবি টহল দল। কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখামাত্রই ধাওয়া করলে, তারা কিছু বস্তা ফেলে দিয়ে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক হিসেবে দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। অভিযানের সময় কোনো চোরাকারবারীকে আটক করতে না পারলেও, তাদের পরিচয় শনাক্তের জন্য তথ্য সংগ্রহ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সব সময় সতর্ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আপডেট সময় ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাতের দিকে উপজেলার অনন্তপুর সীমান্তে অভিযান চালায় বিজিবির টহল দল। বিজিবি জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গাঁজার চালান আনার চেষ্টা করছে। রাত ৯টা ১৫ মিনিটের সময় পশ্চিম রামখানা এলাকায় অবস্থান নেয় বিজিবি টহল দল। কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখামাত্রই ধাওয়া করলে, তারা কিছু বস্তা ফেলে দিয়ে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক হিসেবে দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। অভিযানের সময় কোনো চোরাকারবারীকে আটক করতে না পারলেও, তাদের পরিচয় শনাক্তের জন্য তথ্য সংগ্রহ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সব সময় সতর্ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


প্রিন্ট