পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের সময় দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাসরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুরে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করেন। বক্তারা জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ওই দুই সাংবাদিকের উপর নৃশংস হামলা চালায় এবং তাদের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস ছিনিয়ে নেয়। বর্তমানে আহত দুই সাংবাদিক পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মানববন্ধনে বক্তারা বলেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জুয়েল, দৈনিক ভোরের পাতা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি নাইম তালুকদার, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মনির চৌধুরী ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের জেলা সেক্রেটারি মানজুর আজিজসহ অন্যরা অংশ নেন। বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকের ওপর যে কোনো ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।