খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
সেই এসআই ক্লোজড
- আপডেট সময় ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সমর্থকরা হঠাৎ করে র্যালি বের করে। অভিযোগ রয়েছে, এই মিছিল পুলিশের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। সম্প্রতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে অংশ নেওয়া প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী “সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ” এবং “মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ” লেখা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনার পর ঘটনাস্থলে থাকা সিরাজদিখান থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া কনস্টেবল মো. শফিক ও মো. বাদশাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ সদস্যরা চাইলে তখনই মিছিলকারীদের আটক করতে পারতেন, কিন্তু করেননি। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে পুলিশ মিছিলে অংশ নেওয়া তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন— মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)। ওসি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।
প্রিন্ট















