ন্যায্য ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)। বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে আসছেন। কোভিড, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলো সম্মুখ সারির যোদ্ধা। তবুও এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের প্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে তারা এতদিন কঠোর আন্দোলন থেকে বিরত ছিলেন। কিন্তু এখন ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত।” মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি পূরণে জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মেডিকেল টেকনোলজিস্ট নোয়াখালী ফোরামের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর নোয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. আলী জুয়েল এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।