শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু। শিক্ষার্থীদের করতালি ও উচ্ছ্বাসে তিনি সেদিন ভাসিয়ে তুলেন। শনিবার দুপুর ১২টায় তিনি প্রতিষ্ঠানটিতে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। অনেকে কাছে গিয়ে শুভেচ্ছা প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপু বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতা। সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তোমরা হবে দেশপ্রেমী, ন্যায়-নৈতিকতা ও আদর্শে গড়া মানুষ।’ শিক্ষার্থীরা বলেন, ‘অপুর ভাই আমাদের এলাকার উন্নয়নে অনেক দিন ধরেই কাজ করছেন। তাঁকে কাছে পেয়ে আমরা আনন্দিত।’ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষাবান্ধব ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে অপু শিক্ষার্থীদের মনে ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন। তাঁর আগমনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেষে অপু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করেন এবং শিক্ষা উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।